হাকিমপুর আলিঘাট ইউপি চেয়ারম্যান ও আলিহাট আ লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
৭ Views
মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর হিলিতে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও সহিংসতার ঘটনায় থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যা মামলার এজাহার ভূক্ত আসামি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ৩ নং আলিহাটি ইউপি চেয়ারম্যান মোঃ আবু সুফিয়ান কে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।
গত ০৮/১২/২৪ ইং তারিখে আনুঃ রাত ১১ টায় নিজ গ্রামে ইসলামী মাহফিলের পাশে পাকা রাস্তায় দাড়িয়ে খোশ আলাপ করার সময়ে তাকে আটক করে হাকিমপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আবু সুফিয়ান হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের রইচ উদ্দিনের ছেলে। আবু সুফিয়ান আলিহাট ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
গত ৫ আগষ্টের পর থেকে আবু সুফিয়ান চেয়ারম্যান পলাতক ছিলেন এবং থানায় রুজুকৃত শিক্ষার্থী হত্যা মামলার এজাহার ভূক্ত আসামি বলে জানান পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সুজন মিঞা।
তিনি জানান,গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ও সহিংসতার ঘটনায় দুই জন শিক্ষার্থী হত্যা মামলার আসামীদের আটক অভিযান অব্যাহত রয়েছে।
হাকিমপুর থানা মামলা ০৭। গ্রেফতারকৃত আসামি শিক্ষার্থী হত্যা মামলার এজাহার ভূক্ত আসামি।
তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর পুলিশ সুপারেের দিকনির্দেশনায় হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপারের পরিচালনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সুজন মিঞা এবং পুলিশ পরিদর্শক তদন্ত ইন্সপেক্টর এস এম জাহাঙ্গীর আলম এর উপস্থিতিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান, এসআই হামিদুল, এসআই সুজা মিয়া ও সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি চৌকস দল রবিবার দিবাগত রাত এগারোটার দিকে আলিহাট ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ইসলামী মাহফিলের পাশে পাকা রাস্তায় খোশ আলাপ করার সময়ে ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান কে আটক করে থানায় নিয়ে আসা হয়। থানায় রুজুকৃত দুই জন শিক্ষার্থী হত্যা মামলার এজাহার ভূক্ত পলাতক আসামী গ্রেফতার দেখিয়ে আজ দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। আবু সুফিয়ান দীর্ঘ দিন থেকে সে পলাতক ছিলো বলে জানান ওসি সুজন মিঞা।