বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডোমারে ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের সাথে উপজেলা যুবদলের মতবিনিময়

ডোমারে ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের সাথে উপজেলা যুবদলের মতবিনিময়

৭৮ Views
 রবিউল হক , ডোমার ( নীলফামারী) প্রতিনিধিঃ  সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি আগামী দিনগুলোতে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে নিয়ে ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতা কর্মীদের সুসংগঠিত রাখতে উপজেলার ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়নের ১,২ ও ৫ নং ওয়ার্ড যুবদল নেতা কর্মীদের নিয়ে উপজেলা যুবদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২রা ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার ০৭নং বোড়াগাড়ী ইউনিয়নের এক দুই এবং ৫নং ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৭ নং বোড়াগাড়ী ইউনিয়ন যুবদলের আহবায়ক আনারুল ইসলাম আনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক ইফতেখারুল আলম তিতুমীর।
মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব শাহীন আলম শান্ত।
৭ নং বোড়াগাড়ী ইউনিয়ন যুবদলের আয়োজনে এসময় অন্যান্নদের মাঝে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রায়হানুল কবির বাবু, যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হোসেন, যুগ্ম-আহ্বায়ক ও ০৮ নং ডোমার সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় যুবদলের বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যায়ের দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Share This