শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সৈয়দপুরে বোতলাগাড়ীতে বাদীর জমিতে বিবাদীর গাছ কর্তন থানায় অভিযোগ দায়ের

সৈয়দপুরে বোতলাগাড়ীতে বাদীর জমিতে বিবাদীর গাছ কর্তন থানায় অভিযোগ দায়ের

Views

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি ঃ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট সিদ্দিকীয়া মাদ্রাসা সংলগ্ন হঠাৎ পাড়ার, প্রতিপক্ষের জমিতে গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, খোর্দ্দ বোতলাগাড়ী গ্রামের ভুজারী পাড়ার প্রদীপ চন্দ্র মহন্ত নামের এক ব্যক্তি উক্ত স্থানে প্রায় ২০ বছর আগে অনেক গুলো বৃক্ষ রোপন করেছিলেন। সেই বৃক্ষ বর্তমানে বিশাল আকার ধারণ করেছে। কিন্তু এমতাবস্থায় ২২ নভেম্বর বেলা আনুমানিক ১১.৩০ টার দিকে ওই এলাকার মোঃ আব্দুল হাফিজ (৪৪), পিতা ঃ বাহার উদ্দিন, মোঃ ফারুক (৫২), পিতা ঃ অজ্ঞাত, আলামিন (৪২), পিতা ঃ বাহার উদ্দিন, সর্বসাং- কিসামত কাদিখোল হঠাৎপাড়া, উপজেলা ঃ সৈয়দপুর, জেলা ঃ নীলফামারী। তারা সহ আরো কয়েকজন তার তপশীল বর্ণিত উক্ত সম্পত্তি থাকা তিনটি বড় আকারে নিমগাছ কর্তন করেন এবং তিনটি কর্তন কৃত নিমগাছের মধ্যে দুটি নিমগাছ যথাক্রমে ফজলু (৩৭), পিতা ঃ মোঃ তালেব, সাং- কিসামত কাদিখোল মাছুয়া পাড়া, উপজেলা ঃ সৈয়দপুর, জেলা ঃ নীলফামারী এর নিকট বিক্রয় করেন। যার আনুমানিক মূল্য ১৬ হাজার টাকা। এদিকে উক্ত সময় ভূক্তভোগী প্রদীপ চন্দ্র মহন্ত বাধা নিষেধ করলে গাছ কর্তনকারী ব্যক্তিরা তাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং এর প্রতিবাদ করলে তারা আরও তার উপর চরাও হলে আঘাত করার চেষ্টা করলে তিনি চিৎকার চেঁচামেচি করিতে থাকিলে উপস্থিত আশপাশের লোকজন আগাইয়া আসিলে তিনি প্রাণে বাঁচিয়া যান। উল্লেখ, প্রায় ৮ বছর পূর্বে ভ‚ক্তভোগীর তপশীল বর্ণিত পৈত্রিক উক্ত সম্পত্তিতে গাছ কর্তনকারীরা বেআইনী ভাবে অন্যান্য লোকজন সহ দলবদ্ধ হইয়া দখল করিতে গেলে তিনি মোঃ আব্দুল হাফিজ ও আলামিন উভয়ের পিতা ঃ বাহান উদ্দিনের নামে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। যা এখনও চলমান রহিয়াছে। ভ‚ক্তভোগী প্রদীপ চন্দ্র মহন্ত’র দাবি আদালতে মামলা থাকার কারণে আসামীরা তার জমির গাছ কর্তন করেছেন এবং বর্তমানে এ নিয়ে, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছে।

 

Share This

COMMENTS