ফুলছড়িতে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময়
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারন শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের জেলার দায়িত্বপ্রাপ্ত টিম। গতকাল সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখা এই মতবিনিময়ের আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হক, যুগ্ম সম্পাদক কাওছার মাহমুদ ও মোঃ জামিল হোসেন মুরসালিন, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, সিনিয়র সহ-সভাপতি রাজিউল আলম রনি, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক প্রমুখ। এসময় জেলা, উপজেলা এবং স্ব, স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শুভেচ্ছা বার্তা ও ৩১ দফা বাস্তবায়নে জনাব তারেক রহমানের পরিকল্পনা তুলে ধরেন। আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে আমরা বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। আমরা শিক্ষার্থীদের কথা শুনতে চাই। আওয়ামী লীগ ও ছাত্রলীগ রাজনীতিকে কলুষিত করেছে। আমরা সেই ত্রাসের রাজনীতি না করে, ছাত্র রাজনীতিতে সংস্কার করতে চাই। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি। বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করবে এই সংক্রান্ত ৩১ দফা শিক্ষার্থীদের কাছে দ্বারে দ্বারে পৌঁছে দেয়া হচ্ছে।
পরিশেষে শিক্ষার্থীদের ভাবনাগুলো শোনেন। শিক্ষার্থীদের থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। এসময় তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরবোজ্জ্বল অতীত, সংগ্রামী বর্তমান ও আগামীর প্রস্তুতি সংবলিত বুকলেট বিতরণ করা হয়। সাধারণ শিক্ষার্থীদের মতামত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কমিটি গঠনের লক্ষ্যে যথোপযোগী উদ্যোগ গ্রহন করেন।