রূপসা খেয়াঘাটের পল্টুন সংস্কারের অভাবে বেহাল অবস্থা : প্রতিনিয়ত ঘটছে ছোটখাটো দুর্ঘটনা
৭ Views
মোঃ নাঈমুজ্জামান শরীফ : সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে পূর্ব রূপসা ও খুলনা মহানগরীর ব্যস্ততম পশ্চিম রূপসা ঘাটের পন্টুন। পল্টুনের বিভিন্ন স্থানে পাত মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার পথচারী চলাচল করছে। যে কোন সময় এটি সম্পূর্ণ অংশ বিধ্বস্ত হয়ে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
রূপসা উপজেলার নৈহাটি গ্রামের সাইদুর রহমান তিনি বলেন, দুই পাড়ের ঘাটের পল্টুনের অবস্থা খুবই খারাপ। হাঁটতে গিয়ে পা ফসকে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই পল্টুনটি খুব শিগগিরই সংস্কার করা প্রয়োজন।
মোংলা উপজেলার থেকে আসা ইসমাইল হোসেন জানান, পশ্চিম রূপসা ঘাটের পল্টুনের পাত নষ্ট হয়ে ওঠে গেছে। হাঁটতে গিয়ে হোঁচট খেলে দুর্ঘটনা ঘটতে পারে।বিশেষ করে সন্ধ্যার পর চলাচল করতে গেলে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
ফকিরহাট উপজেলা থেকে আসা খন্দকার রমিজ উদ্দিন জানান, দক্ষিণ অঞ্চলে সব থেকে বেশি যাত্রীপার হওয়া পূর্ব ও পশ্চিম রূপসা ঘাট। কিন্তু পশ্চিম রূপসা ঘাটের পল্টুনের অবস্থা খুবই বেহাল দশা। পল্টুনের ওপর দিয়ে চলাচলের কয়েকটি স্থানে মরিচা পড়ে পাত নষ্ট হয়ে গেছে। জনসাধারণের জন্য যা চরম ঝুঁকির কারণ।
রূপসার বাগমারা বাজার এলাকার ব্যবসায়ী মোঃ ইমাম হোসেন, হাশেম শেখ জানান, রূপসা ঘাটের পল্টুনের কয়েক জায়গা জং (মরিচা) ধরে নষ্ট হয়ে গেছে। হাঁটতে গেলে খুব সাবধানে চলতে হয়; সাবধানে না চললে বড় ধরনের সমস্যা হতে পারে।
পিরিজপুর থেকে আসে খুলনা গ্রামী একজন ট্রলার পারাপার মোটরসাইকেল চালক আবুল খায়ের বলেন, জোয়ারের পানি থাকলে মোটরসাইকেল উঠাতে নামাতে কিছুটা কষ্ট হয় কিন্তু যদি ভাটি লাগে তাহলে পল্টুন থেকে নৌকা অনেক নীচু থাকায় গাড়ি উঠাতে নামাতে অনেক কষ্ট হয় অনেক সময় শোনা যায় অনেক গাড়ি নদীতেও পড়ে গেছে।
রূপসা সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মহব্বত বলেন, প্রতিদিন এই ঘাট দিয়ে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ৬০ থেকে ৭০ হাজার লোক পারাপার হয়। তিনি আরো বলেন, নিকটে খাঁন জাহানআলী সেতু থাকলেও মানুষ সময় বাঁচাতে পূর্ব রূপসা বাস টার্মিনালের এই জরাজীর্ণ খেয়াঘাট টি ব্যবহার করে থাকেন যে কারণে এর গুরুত্ব অনেক বেশি। তাই পল্টুন দ্রুত সংস্করণ করা প্রয়োজন তা না হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি মন্তব্য করেছেন।