মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নওগাঁর মান্দায় জামায়াতের যুব সম্মেলন 

নওগাঁর মান্দায় জামায়াতের যুব সম্মেলন 

১৬ Views

 মান্দা (নওগাঁ) সংবাদদাতা:  নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন যুব বিভাগ মান্দা উপজেলা শাখার উদ্যোগে যুব সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯নভেম্বর) বিকেলে উপজেলার ফেরিঘাট এলাকার কয়াপড়া কামার কুড়ি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যুব বিভাগ বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য দেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর খ.ম. আবদুর রাকিব। প্রধান আলোচকের বক্তব্য দেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম ইমন। বিশেষ অতিথি রাজশাহী মহানগর যুব জামায়াতের সভাপতি জসিম উদ্দিন সরকার, মান্দা উপজেলা শাখা জামায়াত আমির আমিনুল ইসলাম।

উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবদুল মালেকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্য বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য মোস্তফা আল-আমিন, মান্দা উপজেলা শাখা জামায়াত সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন, সাবেক চেয়ারম্যান ও জেলা শূরা সদস্য ইলিয়াস খান প্রমূখ।

Share This

COMMENTS