রবিবার, ২০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

জলঢাকায় বিনামূল্যে  চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত  

জলঢাকায় বিনামূল্যে  চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত  

১১ Views
আনোয়ার হোসেন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ   নীলফামারীর জলঢাকা উপজেলায় বন্ধু মহল ফাউন্ডেশন ও এসএসসি ৯৫ ব্যাচের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে চক্ষু সেবা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জলঢাকা বন্ধু মহল ফাউন্ডেশন ও এসএসসি ৯৫ ব্যাচ পরিচালনা পর্ষদের ব্যবস্থাপনা পরিচালক শাহিদুজ্জামান শাহিদ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন ও নিলাম্মর রায়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বন্ধু মহল ফাউন্ডেশন ও এসএসসি ৯৫ ব্যাচের ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রধান শিক্ষক তাজুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন, রংপুর চক্ষু হাসপাতালের এমডি বুলবুল আহম্মেদ, সেক্রেটারি জাহিদ, ডাঃ সামিউল ইসলাম, বন্ধু মহল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লেবু, তথ্য ও সম্প্রচার সম্পাদক মোশফিকুর রহমান মিজু, সোলায়মান গণী স্টালিন, আনোয়ারুল ইসলাম, আফতাব হোসেন, মাহফুজার রহমান বেলাল, ডা: আনোয়ার ও আব্দুল হান্নান প্রমুখ। চক্ষু সেবা ক্যাম্পে উপজেলার ২৫৮ জন চক্ষু রোগীর চিকিৎসা করা হয়। এছাড়াও এদের মধ্যে থেকে ৫৮ জনকে চোখের ছানি অপারেশন করার জন্য রংপুর চক্ষু হাসপাতালে নেওয়া হয়েছে।
Share This

COMMENTS