শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়ায় ৪টি চোরাই মোটরসাইকেল সহ ৬ জন, গ্রেপ্তার।।

বগুড়ায় ৪টি চোরাই মোটরসাইকেল সহ ৬ জন, গ্রেপ্তার।।

৫৪ Views

বগুড়া জেলা প্রতিনিধি।।

বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে চারটি চোরাই মোটরসাইকেল উ/দ্ধা/র করেছে। একই সঙ্গে মোটরসাইকেল চোরচক্রের ছয় সদস্যকে গ্রে/প্তা/র করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৩ ফেব্রুয়ারি বগুড়া সদর থানার ঠেঙ্গামারা এলাকায় আতিকুর রহমান নামে এক ব্যক্তির বাড়ির গ্যারেজ থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়।

পুলিশ সুপার জেদান আল মুছার নির্দেশে ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ মার্চ) বগুড়া ও জয়পুরহাটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেলসহ মোট চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া মোটরসাইকেল চোরচক্রের ছয় সদস্যকে গ্রে/প্তা/র করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ব্যাংক থেকে টাকা চুরি, মোটরসাইকেল চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা আদালতে চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share This