শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

দুপচাঁচিয়ায় যুবলীগ নেতা আকরাম গ্রেফতার।।

দুপচাঁচিয়ায় যুবলীগ নেতা আকরাম গ্রেফতার।।

২৮ Views

স্টাফ রিপোটার:
গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানা পুলিশ রাহিম হত্যা মামলার আসামী দুপচাঁচিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সহসভাপতি আকরাম হোসেন (৫২) কে গ্রেপ্তার করেছে ।

গত ১১মার্চ মঙ্গলবার সন্ধ্যায় তালুচ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। সে পৌর এলাকার মাষ্টারপাড়া মহল্লার মৃত আশরাফ আলীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুপচাঁচিয়ায় গত ৪ আগস্ট যুবদলের সদস্য আবু রায়হান রাহিম গুলিবিদ্ধ হন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট তার মৃত্যু হয়।

এ বিষয়ে রাহিমের মা রওশন আরা বেগম বাদী হয়ে ১৭ আগস্ট ২২ জনের নাম উলে­খ করে একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় এজাহারভুক্ত এগার ১১নং আসামী আকরাম হোসেন।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম, আকরাম হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

Share This

COMMENTS