বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ধামইরহাটে ইউএনও মোস্তাফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা

ধামইরহাটে ইউএনও মোস্তাফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা

২০৬ Views

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১১ মার্চ বিকেল ৩ টায় উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের সকল সাংবাদিকদের পক্ষ থেকে বিদায় সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংবর্ধনা প্রদানকালে ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক রাজু, সম্পাদক মাসুদ সরকার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, সম্পাদক আবু মুছা স্বপন, মডেল প্রেস ক্লাবের সভাপতি অরিন্দম মাহমুদ, সম্পাদক রিফাতুল হাসান চৌধুরী সৈকত, সিনিয়র সাংবাদিক নুরুল, সাংবাদিক আমজাদ হোসেন, সাইদুর রহমান, মুমিনুল ইসলাম, নারী সাংবাদিক শাহিনা ইয়াসমিন, ছাত্র প্রতিনিধি সাজিদ বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিকাল ৪ টায় ধামইরহাট অফিসার ক্লাব, পৌরসভাসহ বিভিন্ন দপ্তরের উদ্যোগে পৃথকভাবে বিদায়ী ইউএনও মোস্তাফিজুর রহমান শাওনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

বিদায়ী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান তার ৪ মাসের স্বল্প সময়ে ইউএনও দায়িত্বরত অবস্থায় সততা ও নীতি নৈতিকতার সাথে সামঞ্জস্য রেখে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করার অভিজ্ঞতা বিনিময় করেন এবং পরবর্তী কর্মস্থল সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সঠিকভাবে ইউএনও হিসেবে দায়িত্ব পালনের লক্ষে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, এই উপজেলায় যোগদানের পর থেকে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বভার, উপজেলা পরিষদ, পৌরসভা ও গুরুত্বপূর্ণ ভূমি অফিসের দায়িত্বভারও পালন করেছেন তিনি।

Share This