বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদিঘী) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদিঘী) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের।

১১৪ Views

মোসাব্বর হাসান মুসা  স্টাফ রিপোটার:

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদিঘী) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, বগুড়া জেলার ০৭টি সংসদীয় আসনের প্রার্থী ঘোষণা।
বগুড়া—১ (সারিয়াকান্দি—সোনাতলা) বীর মুক্তিযোদ্ধা জনাব অধ্যক্ষ শাহাবুদ্দীন নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী

বগুড়া—২ (শিবগঞ্জ)জনাব মাওলানা শাহাদাতুজ্জামান
সাবেক সংসদ সদস্য।

বগুড়া—৩ (আদমদীঘি—দুপচাঁচিয়া) নূর মোহাম্মাদ আবু তাহের চেয়ারম্যান, গুনাহার ইউনিয়ন পরিষদ।

বগুড়া—৪ (কাহালু—নন্দীগ্রাম)অধ্যক্ষ মাওলানা তায়েব আলী সাবেক চেয়ারম্যান, কাহালু উপজেলা পরিষদ

বগুড়া—৫ (শেরপুর —ধুনট)জনাব আলহাজ্ব দবির উদ্দিন
সাবেক চেয়ারম্যান, শেরপুর উপজেলা পরিষদ

বগুড়া—৬ (বগুড়া সদর)অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল
সাবেক ভাইস-চেয়ারম্যান, বগুড়া সদর উপজেলা পরিষদ এবং আমির, বগুড়া শহর জামায়াতব বগুড়া—৭ (গাবতলী—শাহাজানপুর)জনাব গোলাম রাব্বানী সিনেট সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়

আজ বিকেলে বগুড়া জেলা জামায়াতের এক জরুরি কর্মপরিষদ সভায় কেন্দ্রীয় জামায়াতের এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান জামায়াতের পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বগুড়ার ০৭টি আসনের প্রার্থিতা ঘোষণা করেন।

Share This