বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজ্ঞ আদালতের আদেশ কে অমান্য করে চলছে নির্মাণ কাজ…

বিজ্ঞ আদালতের আদেশ কে অমান্য করে চলছে নির্মাণ কাজ…

১০ Views

 আফজাল হোসেন ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ীতে বিজ্ঞ আদালতের আর্দেশ অমান্য করে চলছে মডেল মসজিদের নির্মান কাজ। ফুলবাড়ী উপজেলার মডেল মসজিদের জায়গা নিয়ে বাদী হয়ে মামলা দায়ের করেন উত্তর সুজাপুর গ্রামের মৃত ইমাজ উদ্দিনের পুত্র মোঃ মেহেরাজ আলী। দিনাজপুর জেলা বিজ্ঞ সদর সহকারী জজ আদালতে ১১৩/২৪স্বত্বের মোকদ্দমায় অন্তর্বতীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন দিনাজপুর জেলা বিজ্ঞ সদর সহকারী জজ আদালত । গত ২৯ শে জানুয়ারী ২০২৫ ইং তারিখে, ১,২,৩নং বিবাদী গণকে বিজ্ঞ আদালত হতে নিষেধাজ্ঞা নোটিশ (স্বাক্ষর করে) প্রাপ্ত হলেও নির্মাণকার বন্ধ না করে বরং দ্রতগতিতে চালিয়ে যাচ্ছে। বিজ্ঞ আদালতের আদেশকে অবজ্ঞা করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় হতবাক হন মামলার বাদী ও স্থানীয় সচেতন মহল।

Share This

COMMENTS