
ঘোড়াঘাটে আব্দুস সাত্তার মিলন সাউথ এশিয়াান লিডারশিপ অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন

আজহারুল ইসলাম সাথী ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে ঘোড়াাঘাট পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়ের আব্দুস সাত্তার মিলন সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন। চলতি বছরের ১৭ মার্চ সোমবার বিকাল ৩ টায় ইকোনোমিক রিপোর্টার্স মিলনায়তনে বিজয়নগর ঢাকায় মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ঈদ বস্ত্র বিতরণ, সাউথ এশিয়াান লিডারশিপ অ্যাওাার্ড ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তাকে সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিটিআরসির সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন। সূত্র জানায়, সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ আব্দুস সাত্তার মিলন কে প্রাথমিকভাবে সাউথ এশিয়ান লিডারশীর্প অ্যাওয়ার্ড – ২০২৫ প্রদানে মনোনীত করা হয়েছে।