
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠাসাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক ও তার স্ত্রী গাড়ি দুর্ঘটনায় আহত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি; বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারকæকে বহন করা গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছে। এসময় গাড়িতে থাকা জয়নুল আবদিন ফারুক ও তার সহধর্মীনি কানিজ ফাতেমা সামান্য আহত হয়েছেন। এসময় উপস্থিত জনতা জয়নুল আবদিন ফারুকও তার স্ত্রীকে উদ্ধার করে এবং ফারুককে বহন করা গাড়িকে আঘাত করা ক্যার্ভাড ভ্যান নং চট্টমেট্রো ড-১১-৩০২০ ট্রাকটিকে আটক করে পুলিশে সোপার্দ করেছে।
জানাগছে, সোমবার ভোরে ঢাকা থেকে জয়নুল আবদিন ফারুক ও তার স্ত্রী সেনবাগে বিএনপি কর্তৃক আয়োজিত একটি ইফতার মাহফিলে যোগ দেওয়ার জন্য ব্যাক্তিগত গাড়িতে করে সেনবাগের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে সকাল সাড়ে ৭টার সময় সেনবাগের ফেনী নোয়াখালী মহাসড়কের ভ‚ঁইয়ার দিঘী রাস্তার মাথা সিএনজি স্টেশনের নিকট পৌছলে একটি ক্যাভার্ড ভ্যান চট্টমেট্রো ড-১১-৩০২০ জয়নুল আবদিন ফারুককে বহন করা গাড়িটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় জয়নুল আবদিন ফারুকের গাড়ির চালক দ্রæত গাড়িটিকে রাস্তার সাইডে সরিয়ে নিলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষাপান।এসময় গাড়িটির একাংশ বশ ক্ষতিগ্রস্থ হয়। স্থানীয়রা জানান এটি নিছক দুঘটনা না কি পরিকল্পিত সেটি খতিয়ে দেখা প্রয়োজন বলে দাবী জানান।
এব্যাপারে যোগাযোগ কললে সেনবাগ থানার অফিষার ইনচার্জ(ওসি) এসএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, তারা গুরুত্ব সহকারর বিষয়টি তদন্ত খরে দেখছেন।