
সেনবাগে দ্রম্যমূল্যে দাম কমানোর দাবিতে জামায়াত ইসলামীর মিছিল

১২ Views
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং দিনের বেলায় হোটেল, রেস্তরা বন্ধ রাখা ও দ্রব্যমূল্রের দাম কমানোর দাবীতে সেনবাগ পৌর শহরে মিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ। শুক্রবার বিকালে বাদ আসর সেনবাগ কেন্দ্রীয় জামে মসজিদ থেকে জামায়াত ইসলামীর মিছিলটি বের করে। মিছিলটি পৌর শহরের প্রধার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের থানা চত্বরে এক সমাবেশে মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন,জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা সাইয়েদ আহমেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াছিন করিম, সেনবাগ পৌর জামায়াতের আমির মাওলানা ইয়াছিন মিয়াজী প্রমুখ বক্তব্য রাখেন।