
বেনাপোল সীমান্তে ১২ লক্ষ টাকার ভারতীয় পণ্য সামগ্রী আটক

১৪ Views
ইয়ানূর রহমান : বেনাপোল সীমান্তে ফের ১২ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণে ভারতীয় পণ্য সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার দিনব্যাপী সীমান্তের বেনাপোল বিওপি, আইসিপি ও ধান্যখোলা বিজিবি ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে এ পণ্যসামগ্রী জব্দ করে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)’র অধিনায়ক, লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বেনাপোলের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত বিজিবি ক্যাম্পের সদস্যরা এ পণ্যসামগ্রী জব্দ করেছে। যার সিজার মূল্য সর্বমোট ১১ লক্ষ ৯৫ হাজার ৩৪০ টাকা। তবে, বিজিবির এ সাঁড়াশি অভিযান অব্যাহতভাবে চলতে থাকবে বলে জানান তিনি।