শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যশোর শহরে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত

যশোর শহরে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত

১২ Views

ইয়ানূর রহমান : যশোর শহরের রেলগেটে আনজুম রুদ্র নামের এক যুবককে  প্রকাশ্যে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর দুইটা ৫০ মিনিটে। ছুরিকাঘাতে আহত রুদ্র বেজপাড়া তালতলা এলাকার আব্দুস  সবুরের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে চলাফেরা করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
রুদ্র জানান, তিনি ওই এলাকা দিয়ে মোটরসাইকেলে আসছিলেন। এমন সময় ষষ্টিতলা  এলাকার নাইস, মনিরুলসহ ৩/৪ জন তার গতিরোধ করে। পরে তাকে ছুরিকাঘাত করে সতারা পালিয়ে যায়। নাইস ও মনিরুলের সাথে তার পূর্বশক্রতা ছিলো সেই
শক্রতার জেরেই তার উপর হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের জুরুরী বিভাগের ডাক্তার সুজায়েত হাসান  বলেন, তাকে তিনটি স্টেপ করা হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি রাখা  হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, খবর  শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সার্বিক বিষয় খোঁজখবর নেয়া হচ্ছে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খান বলেন, রুদ্র ভদ্র ছেলে। তাদের সাথেই মেলামেশা করে। পূর্বশক্রতার জেরে তার উপর হামলা  চালিয়েছে সন্ত্রাসীরা। তিনি এ বিষয়ে দ্রুত জড়িতদের আটকের দাবি জানান।#

Share This

COMMENTS