শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রাম পৌরসভার গোরস্থান পাড়ায় আগুনে পুড়ে প্রায় ৮  লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। 

কুড়িগ্রাম পৌরসভার গোরস্থান পাড়ায় আগুনে পুড়ে প্রায় ৮  লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। 

১৫ Views
রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি । কুড়িগ্রাম পৌরসভার ৩ নং ওয়ার্ডের গোরস্থান পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের  মাধ্যমে আগুন লেগে হোটেল শ্রমিক শহিদুল ইসলামের বাড়িতে  আগুনে পুড়ে প্রায় ৮  লক্ষ  টাকার  ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
 জানা যায়, কুড়িগ্রাম পৌরসভার ৩ নং ওয়ার্ডের গোরস্থান পাড়ায় হোটেল শ্রমিক শহিদুল  ইসলামের  বাড়িতে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত  রাতে   বৈদ্যুতিক শর্ট সার্কিটের  মাধ্যমে আগুন লেগে  পুড়ে প্রায় ৮ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে । বৈদ্যুতিক শট সার্কিটের  আগুনে হোটেল শ্রমিক শহিদুলের বাড়ির ৩ টি টিনের ঘর , আসবাবপত্র , সোফা , টিভি , ফ্রিজ , ৩ টি মূল্যবান বক্স খাট, গ্যাসের চুলা, বাড়িতে রক্ষিত নগদ ৮০ হাজার টাকা সহ বাড়ির অন্যান্য সকল প্রয়োজনীয় জিনিসপত্র এবং ব্যবহার করা কাপড় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে পরিবারটির আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ লক্ষ টাকা । জীবন জীবিকার তাগিদে হোটেল শ্রমিক শহিদুল ইসলাম ঢাকায় অবস্থান করায় চরম অমানবিক অবস্থায় শহিদুলের স্ত্রী ও কন্যারা এখন খোলা আকাশের নিচে দিনাতিপাত  করছে।
Share This

COMMENTS