শুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পূণরায় চালু হয়েছে জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম

পূণরায় চালু হয়েছে জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম

২৯ Views

আট দিন বন্ধ থাকার পর পর আজ থেকে পূর্ণমাত্রায় তা চালু হয়েছে পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম।মঙ্গলবার (১৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা  পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

তিনি বলেন, “আমাদের ট্রিপল নাইন সার্ভিস বন্ধ হয়নি, সীমিত আকারে চালু ছিল। তবে সরকার পতনের পর দেশের সার্বিক পরিস্থিতির মধ্যে অনেক কল এলেও থানাগুলোতে পুলিশ না থাকায় আমরা সার্ভিস দিতে পারছিলাম না।

তিনি জানান, সোমবার থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফের পূর্ণমাত্রায় ৯৯৯ এর জরুরি সেবা শুরু হয়েছে। বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর হলো ৯৯৯। যেকোনো দুর্ঘটনার মুখোমুখি হলে জরুরি সেবা পেতে দেশের যেকোনো স্থান থেকে যে কেউ এই নম্বরে ফোন করতে পারেন। বাংলাদেশ পুলিশের অধীন এই কল সেন্টার পরিচালিত হচ্ছে। এই নম্বরে ফোন করে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা কিংবা এ-সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। দিন-রাত ২৪ ঘণ্টা এ কল সেন্টার চালু থাকে। যেকোনো ফোন থেকে বিনা মূল্যে ৯৯৯ নম্বরে কল করা যায়।

Share This

COMMENTS