রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নওগাঁয় হাসপাতালের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে হাসপাতাল ঘেরাও, তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা

নওগাঁয় হাসপাতালের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে হাসপাতাল ঘেরাও, তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা

২৪ Views

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ ২৫০ শয্যা জেনারেল সদর হাসপাতালের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে হাসপাতাল ঘেরাও করে তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় হাসপাতালে অবস্থান নিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে বসে সমস্যা নিরসনে হাসপাতাল প্রশাসনকে ১ ঘণ্টার সময় বেঁধে দেন। কিন্তু হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে কোনো সাঁড়া না পেলে তারা তত্ত্বাবধায়কের কার্যালয়ে তালা লাগিয়ে দেয়। তবে এসময় তত্ত্বাবধায়ক ডাক্তার জাহিদ নজরুল অফিসে উপস্থিত ছিলেন না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, ৫ আগস্টের পর হাসপাতালের চিকিৎসা সেবার মানউন্নয়ন, ওষুধ কালোবাজারে বিক্রি, হাসপাতালের চিকিৎসকরা ঠিকমতো দায়িত্ব পালন না করা, রোগীদের সঙ্গে দুর্ব্যবহার-হয়রানিসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও হাসপাতাল চত্বরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য দূর করার বিষয়ে হাসপাতাল প্রশাসনকে বার বার বলা হয়। কিন্তু তারা এসব বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে হীরক জয়ন্তী পালনে ব্যস্ত। তাই বাধ্য হয়ে হাসপাতাল ঘেরাও করে তত্ত্বাবধায়ক এর কার্যালয়ে তালা দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফজলে রাব্বী বলেন, এই হাসপাতাল অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনাসহ নানা সমস্যায় জর্জরিত। বিশেষ করে রোগীরা সঠিক চিকিৎসাসেবা পায় না। কর্তব্যরত চিকিৎসকরা হাসপাতালে না এসে বিভিন্ন ক্লিনিকে রোগী দেখা নিয়ে ব্যস্ত থাকে। চিকিৎসা সেবা আমাদের মৌলিক চাহিদার মধ্যে একটি। কিন্তু আমরা সাধারণ মানুষ তা কতটুকু পাচ্ছি?

ফজলে রাব্বী আরো বলেন, হাসপাতাল ঘেরাও কর্মসূচি চলাকালে হাসপাতাল থেকে সরকারি ওষুধ কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় একজনকে হাতেনাতে আটক করা হয়েছে। অথচ চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা ওষুধ পায়না। হাসপাতাল চত্বরে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য কারণে রোগীদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এসব বিষয় সমাধানের জন্য আমরা হাসপাতাল প্রশাসনকে বহুবার বলা হয়েছে। কিন্তু তারা এসব সমস্য নিরসনে কোন উদ্যোগ না নেওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা। তাই বাধ্য হয়ে আমরা তত্ত্বাবধায়ক এর কার্যালয়ে তালা দিয়েছে।

পরে হাসপাতারের বর্হিবিভাগের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আবু জার গাফফার বলেন, আমি মাত্র কয়েকদিন হলো যোগদান করেছি ইতিমধ্যেই হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের জন্য কাজ শুরু করেছি। আমি নিজেও সরাসরি তদারকি করছি কোথাও কোন রকমের অনিয়ম পেলে আমাকে জানাবেন আমি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। কোন রোগী সেবা থেকে বঞ্চিত হবে না, কেউ হাসপাতালের প্রেসক্রিপসন টিকিট ছাড়া ঔষধ নিতে পারবে না। হাসপাতালের দালাল সিন্ডিকেট ভেঙে ফেলার চেষ্টাও চলমান রয়েছে।

এবিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জাহিদ নজরুলের সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

Share This