যশোরে ইজিবাইক শোরুমে ২৫ লক্ষ টাকার মালামাল ডাকাতি
২২ Views
ইয়ানূর রহমান : যশোরে গোল্ডেন ইজিবাইক শোরুমে তালা কেটে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল। শুক্রবার রাত আনুমানিক ২ টার দিকে উপশহর এলাকায় এ ঘটনা ঘটে। উপশহরের গোল্ডেন বাইক শোরুমের নৈশ প্রহরী আবুল হোসেনকে গামছা দিয়ে বেঁধে ডাকাতরা শোরুমের তালা কেটে ভিতরে প্রবেশ করে।
শোরুমের প্রোপ্রাইটর আবুল কাশেম জানান, রাতে নৈশ প্রহরির ফোন পেয়ে আমি শোরুমে আসি। প্রতিষ্ঠান থেকে ১৫০ পিস ব্যাটারি ও অন্যন্য মালামালসহ প্রায় ২৫ লক্ষ টাকার মাল নিয়ে গেছে। তারা মামলার প্রস্তূতি নিচ্ছেন। এদিকে খবর শুনে ঘটনা ঘটনাস্থলে আসেন যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন । পরিদর্শন শেষে তিনি দায়িত্ব অবহেলার অভিযোগে উপশহর পুলিশ ফাঁড়ির এ.এস.আই
ইসারত ও দুই কনস্টেবলকে পুলিশ লাইনে সংযুক্ত করেন।