বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডোমারে নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন নিয়ে কর্মশালা

ডোমারে নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন নিয়ে কর্মশালা

২৯ Views
 রবিউল হক , ডোমার (নীলফামারী ) প্রতিনিধিঃ   নীলফামারীর ডোমারে নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২২শে জানুয়ারী সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে টেকসই উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন নিয়ে এসডিএফ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয়ের আওতায় স্টেক হোল্ডার ওয়ার্কশপ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার ফরহাদুল হক, এসডিএফের রংপুর আঞ্চলিক ব্যবস্থাপক আলম আকবর, জেলা ব্যবস্থাপক কামরুজ্জামান সরকার, জেলা কর্মকর্তা শাহ মোহাম্মদ শাহাদাৎ হোসেন, আব্দুল হালিম, সাজিয়া হাসান, ক্লাস্টার কর্মকর্তা মতিউর রহমান, যুগান্তর ডোমার প্রতিনিধি আবু ফাত্তাহ্ কামাল পাখি প্রমুখ।
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে “রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওশীপ এন্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুবিধা ভোগী সহ প্রায় ৫০ জন স্টেকহোল্ডার গন কর্মশালায় অংশ গ্রহন করেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ বলেন, আপনারা দক্ষ ও স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলছেন। উপকার ভোগীদের বিভিন্ন সমস্যা উপজেলার প্রতিটি দফতর সহযোগিতা করবে।
Share This