সৈয়দপুরে ক্বওমী মাদ্রাসার ভিত্তি প্রস্তর
দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি: ৬ জানুয়ারী সৈয়দপুর শহরের কয়া গোলাহাট ডাঙ্গাপাড়া আল জামেয়াতুল ইসলামিয়া দারুল কোরআন ক্বওমী মাদ্রাসা’র ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এ ভিত্তি প্রস্তর স্থাপনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র সভাপতি জনাব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব হাফেজ আব্দুল মুনতাকিম। ভিত্তি প্রস্তর স্থাপন করেন সৈয়দপুর দারুল উলুম মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা হারুন রেয়াজী। উক্ত ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অত্র মাদরাসার সভাপতি আলহাজ¦ মোঃ মমিনুল ইসলাম শাহ (মুকুল মাষ্টার) এবং পরিচালনা করেন অত্র মাদ্রাসার সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর সরকার। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।