সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টেকনাফে জেলের বড়শিতে ২৫ কেজি ওজনের কোরাল 

টেকনাফে জেলের বড়শিতে ২৫ কেজি ওজনের কোরাল 

Views
কায়সার হামিদ মানিক,কক্সবাজার।  কক্সবাজারের টেকনাফে মোজাম্মেল হক নামের এক জেলের বড়শিতে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে।  রবিবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ করিডোর জেটিতে মাছটি ধরা পড়ে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় জেলে মোজাম্মেল রবিবার সকালে মাছ শিকারের জন্য বড়শি নিয়ে জেটিতে যান। বড়শি বসিয়ে অনেকক্ষণ অপেক্ষার পরে দুপুরে ২৫ কেজি ওজনের কোরাল মাছটি তার বড়শিতে ধরা পড়ে। মাছটি পেয়ে আনন্দে মেতে ওঠেন জেলে মোজাম্মেল।
জেলে মোজাম্মেল হক জানান, শাহপরীর দ্বীপ জেটিতে বসে সকালে নাফনদীতে বড়শি ফেলেন তিনি। প্রায় এক ঘণ্টা পর বড়শি টেনে তোলার চেষ্টা করলে বড়শি ভারি ভারি মনে হয়। পরে আশপাশের একজনের ডেকে সহযোগিতা নেন। বড়শি টেনে তুলে দেখেন একটি কোরাল মাছ বড়শিতে আটকে আছে। মাছটির ওজন প্রায় ২৫ কেজি। কোরাল মাছটি দাম প্রায় ৮৫ হাজার টাকা চাওয়া হয়েছে। খবর পেয়ে কোরাল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন।
টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নাফ নদীতে প্রায়ই বড় আকারের কোরাল মাছ ধরা পড়ে। এসব মাছের দাম তুলনামূলক বেশি হলেও এটি খেতে অত্যন্ত সুস্বাদু। দেশে কোরাল মাছের চাহিদাও অনেক বেশি।
প্রসঙ্গত, টেকনাফ উপজেলার নাফ নদীতে মাছ ধরা বন্ধ থাকার কারণে দীর্ঘদিন ধরে জেলে পল্লীর বাসিন্দারা কষ্টে দিন কাটাচ্ছেন। সংসারের অভাব-অনটন মেটাতে অনেকেই বড়শি দিয়ে মাছ শিকার করে জীবনযাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
Share This

COMMENTS