পুকুরের ভাঙ্গনে বালাপুকুরে দুই শিক্ষা প্রতিষ্ঠান বিলিনের পথে কর্তৃপক্ষ নিরব
৮ Views
লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটের আদিতমারী উপজেলার বালাপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয় সহ দুই শিক্ষা প্রতিষ্ঠান পুকুরের ভাঙ্গনে বিলিনের পথে। এব্যাপারে দুই শিক্ষা প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে থাকলেও নিরব ভুমিকা পালন করে চলছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে শিক্ষার্থীদের খেলার মাঠ। ওই মাঠের পশ্চিম পার্শ্বে রয়েছে বিশাল বড় গভীরতা একটি পুকুর। কয়েক বছর ধরে বর্ষা মৌসমে পুকুরের ভাঙ্গনে খেলার মাঠ ভাঙ্গতে থাকে। উর্দ্ধতন কর্তৃপক্ষ কয়েকবার এসে দেখে গেলেও কোন কার্যকারি ব্যবস্থা করেন নি। ফলে বর্তমানে দুই শিক্ষা প্রতিষ্ঠানের ভবন পুকুরে বিলিনের পথে। এবছরে ভাঙ্গনরোধের ব্যবস্থা করা না হলে সামনের বর্ষা মৌসমে দুই শিক্ষা প্রতিষ্ঠানের ভবন বিশাল ওই গভীর পুকুরে বিলিন হয়ে যাবে। বালাপুকুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এনামুল হক বলেন,বিগত সরকারের আমলে এমপি মন্ত্রীর নিকট শতবার যেও কোন ফলাফল পাইনি। এমনকি জেলা প্রশাসক,ইউএনও কে অবগত করেছি বিভিন্ন মিটিংয়ে উল্লেখ করেছি দু:খের বিষয় কোন ফলপ্রসু হয়নি। তিনি আরো জানান, সামনে বর্ষার পুর্বে ভাঙ্গন রোধের ব্যবস্থা করা না হলে দুই শিক্ষা প্রতিষ্ঠান পুকুরে বিলিন হয়ে যেতে পারে। একই কথা জানালেন শিক্ষকরা সহ স্থানীয়রা।