রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজশাহীতে তাবলীগ জামায়াতের ইজতেমা ১৪ নভেম্বর থেকে শুরু

রাজশাহীতে তাবলীগ জামায়াতের ইজতেমা ১৪ নভেম্বর থেকে শুরু

৫১ Views

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: আগামী ১৪ নভেম্বর থেকে রাজশাহী জেলা তাবলীগ ইজতেমা অনুষ্ঠতি হতে যাচ্ছে। তিন দিনব্যাপী এই জেলা ইজতেমা শেষ হবে আগামী ১৬ নভেম্বর। প্রতি বছরের মতো এবারও রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন হজরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাবলীগ ইজতমোর আয়োজন করা হবে। এরই মধ্যে ইজতেমা মাঠ প্রস্তুতের কাজ শুরু হয়েছে। এ উপলক্ষে গতকার বুধবার সকালে কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। আলোচনা সভা শেষে ঈদগাহ মাঠে খুঁটি পুঁতে জেলা তাবলিগ ইজতেমার প্যান্ডেল তৈরির কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। উক্ত সভায় ইজতেমায় মুসুল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি ব্যবস্থা গ্রহণ করা, পুলিশ কন্ট্রোলরুম স্থাপন করা, ইজতেমা মাঠসহ আশপাশ এলাকা সিসিটিভি দ্বারা পর্যবেক্ষণ করা এর পাশাপাশি সাদা পোষাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। এর আগে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন রাজশাহী জেলা তাবলিগ জামাতের আমির ডা. মুহা. আমীনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ান। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা তাবলীগ জামাতের আমীর ডা: মুহাঃ আমীনুল ইসলাম। রুয়েটের অধ্যাপক ড. সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রুয়েটের শিক্ষক, রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষক, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ঢাকার কাকরাইল থেকে আসা জামাত এবং বিভিন্ন থানা থেকে আসা এন্তেজামিয়া জামাতসহ মসজিদের ইমাম ও মাদ্রাসার ওলামায়ে কেরাম প্রমুখ।

Share This