সিরাজগঞ্জে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মশাল মিছিল
সংক্ষিপ্ত সমাবেশে বৈষ্যমবিরোধী ছাত্র-আন্দোলনের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ইসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ২ হাজার ছাত্র-জনতা জীবন দিয়েছে। গণঅভ্যুত্থানে গণভবন ছেড়ে পালিয়েছে আওয়ামী ফ্যাসিবাদের আইডল শেখ হাসিনা। এখন এই অবৈধ রাষ্ট্রপতি পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র খুঁজছেন। তার সব মন্তব্য ও প্রচেষ্টা পতিত ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদ এর দোসরদের রক্ষা ও পুনর্বাসন করা বলে উল্লেখ করেন। সমাবেশে শিক্ষার্থীরা আরও বলেন, আমরা অর্ন্তবর্তীকালীন সরকারকে বলতে চাই, চিহ্নিত জাতীয় শত্রুদের কেউ পুনর্বাসন করার দুঃসাহস দেখালে শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও রঞ্জুর অনুসারীরা আবার জীবন দেবে, রক্ত দেবে কিন্তু তাদের পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না। কীভাবে দেশকে, স্বাধীনতাকে রক্ষা করতে হয় তা জীবন দিয়ে শিখে ফেলেছে জনগণ। এই দেশ নিয়ে আর কাউকে চক্রান্ত করার সুযোগ দেয়া হবে না। রাষ্ট্রপতি পদে থাকার নৈতিকতা হারিয়েছে। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। তা নাহলে ছাত্র-জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারী দেয়।