দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে বীরগঞ্জে বাজার মনিটরিং
খায়রুন নাহার বহ্নি,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে দিনাজপুরের বীরগঞ্জের চাল, ডিম, মুরগি, মাংস, সবজিসহ বিভিন্ন দোকানগুলোতে মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে এলাহী।
সোমবার সকালে (২১ অক্টোবর ২০২৪) দিনাজপুর জেলা প্রশাসকের নির্দেশনায় বীরগঞ্জ পৌরশহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারের দোকানগুলোতে বাজার মনিটরিং করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে এলাহীর নেতৃত্বে বীরগঞ্জ থানার পুলিশ সঙ্গীয় ফোর্সসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, তেল, ডিম, আদা, পেঁয়াজ, সবজিসহ মুরগির বাজার তদারকি করা হয়। টিমের সদস্যরা মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয় ও বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন। মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা, মূল্য তালিকা হালনাগাদ ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বেশি দামে পণ্য বিক্রি, পণ্যের মূল্য তালিকা না থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের দায়ে গোলাপগঞ্জ বাজারের একটি দোকানদারকে ১ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়।