বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাচোলে আ’লীগ সাধারণ সম্পাদকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা, আটক-২

নাচোলে আ’লীগ সাধারণ সম্পাদকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা, আটক-২

৩৩ Views

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরসহ ২৬জনের বিরুদ্ধে গত ২০ অক্টোবর চাঁদাবাজি ও বাগানের বিভিন্ন ফলজ গাছ কেটে ধ্বংসের অভিযোগে নাচোল থানায় মামলা করেছে পাহাড়পুর গ্রামের মৃত সুলতান আলীর ছেলে এস্তাব আলী। অভিযাগসূত্রে জানাগেছে, বিগত ০৪/০৫/২০২৩ ইং তারিখে বেলা ১১টার সময় মারকৈল মৌজার ১৭৪ খতিয়ানের ৩৮৫ দাগের আব্দুল কুদ্দুসের ৩ বিঘা জমিতে বর্গাচাষী এস্তাব আলী আমবাগান, মাল্টা ও কলাগাছের চাষ করেন। ওই সময় নাচোল উপজেলা অ’লীগের সাধারণ সম্পাদক ও ততকালীন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের এস্তব আলীর নিকট দেড় লাখ টাকা চাঁদা দাবী করেন। এস্তাব আলী চাঁদা দিতে অস্বীকার করলে ওইদিন তার অনুগত বাহিনী দিয়ে বাগান এলাকায় ককটেল বিষ্ফোরণ ঘটায় ও এস্তাবের ১৫০টি কলাগাছ, ১৭০টি আমরোপালী ও ৮০টি মাল্টা গাছ কেটে ধ্বংস করে ফেলে। এতে এস্তাবের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ মরিনরুল ইসলাম জানান, ওই মামলার এজাহারভূক্ত আসামী মির্জাপুর গ্রামের মনিরুল ইসলাম টুনা মেম্বারের ছেলে ফরহাদ হোসেন, ও খোলসী গ্রামের মৃত পারু উদ্দীনের ছেলে লোকমান মেম্বারকে গত ২০ অক্টোবর রাতে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। আটককৃত আসমীদ্বয়কে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Share This