রবিবার, ২০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শার্শায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী নীতিমালা ভঙ্গ করে কার্যনির্বাহী কমিটি গঠনের ষড়যন্ত্র

শার্শায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী নীতিমালা ভঙ্গ করে কার্যনির্বাহী কমিটি গঠনের ষড়যন্ত্র

১৫৫ Views

শার্শা (যশোর) সংবাদদাতা \ সরকারী নীতিমালা ভঙ্গ করে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ও বেলতা কাশিপুর জান্নাতা খানম মহিলা কাওমি মাদ্রসা নামে দুটি প্রতিষ্ঠানে বর্তমান কার্যনির্বাহী কমিটি থাকা স্বত্তে¡ও একটি কুচক্রি মহল ষড়যন্ত্র করে নতুন কার্যনির্বাহী কমিটি করার অপচেষ্টা চালাচ্ছে। স¤প্রতি শিক্ষা মন্ত্রনালয় কারিগরি ও মাদ্রসা শিক্ষা বিভাগ প্রশাষন ও সংস্থাপন শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা হতে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। যাহার নং ৫৭.০০.০০০০.০৪০.৩৩.০০৩.২০০.১২১৩। উক্ত প্রজ্ঞাপনে ষ্পস্টভাবে উলে­খ্য করা হয়েছে প্রতিষ্ঠান দুটির সভাপতি পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার। কিন্তু অতিউৎসাহি কিছু কু-চক্রিমহল বিগত কমিটিকে তোয়াক্কা না করে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা না মেনে ফয়দা হাফিলের জন্য বিগত কিমিটি বিলুপ্ত করে নতুন করে কমিটি করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ঐ চক্রের প্রধান হোতা কাশিপুর গ্রামের কালু মাঝির পুত্র গোলাম মোস্তফা, বেলতা গ্রামের রুহুল আমিনের পুত্র আনোয়ার হোসেন, মৃত ওমর আলীর পুত্র মিলন হোসেন বিশ্বাস, আজিবর বিশ্বাসের পুত্র সাবদার আরী, নুরামিয়ার পুত্র কবির হোসেন বিশ্বাস, রুহুল আমিনের পুত্র ইমামুল, কাশিপুর গ্রামের সামছুর রহমানের পুত্র নাসির উদ্দীন ও একই গ্রামের রফিকুর ইসলাম সহ কয়েক জন। বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের পুত্র গোলাম মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অভিযোগে তিনি বলেন উক্ত কুচক্রিমহল বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদের সুনাম ক্ষুন্ন করার জন্য প্রতিটি প্রতিষ্ঠানে অস্তিতিশীল করে তোলার জন্য ষড়যন্ত্র চলাচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও শার্শা থানা অফিসার ইনচার্জ এর নিকট ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ দিয়েছেন।

Share This

COMMENTS