সৈয়দপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গুরতর আহত আরিফ শাহ সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন
দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি ;: বৈষম্যবিরোধী আন্দোলনে নীলফামারীর সৈয়দপুরে পুলিশের গুলিতে গুরতর আহত হয় ১০ শ্রেণীর ছাত্র আরিফ শাহ কবি। বর্তমানে রংপুর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন। সৈয়দপুর উপজেলার গোলাহাট নিবাসী সাজিদার রহমান শাহ’র পুত্র আরিফ শাহ’র চিকিৎসা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নিলেন সৈয়দপুর সাংগঠনিক জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাবেদ খান রুবেল ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ। গতকাল শুক্রবার আহত আরিফ শাহের চিকিৎসার খোঁজখবর নিতে রংপুর সিএমএইচ হাসপাতালে যান তারা। এসময় জাবেদ খান রুবেল বলেন, আহত আরিফ শাহ আজ ৫৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আমরা তার চিকিৎসার খোজখবর নিতে এসেছি। আরিফ শাহ অনূর্ধ্ব ১৬ ক্রিকেট খেলার কথা থাকলেও তার সেই স্বপ্ন এখন শুধুই স্বপ্ন বলে জানান তিনি। অন্যদিকে আবু সাঈদ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আমাদের সৈয়দপুরে ছাত্র-জনতার মধ্যে অনেকেই পুলিশের গুলি কিংবা আওয়ামীলীগ ও ছাত্রলীগের হামলার শিকার হয়ে আহত অবস্থায় চিকিৎসা রয়েছেন। তাদের মধ্যে আরিফ শাহ কবিও একজন। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিব ভাইয়ের তত্ত¡াবধানে আমরা তাদের সার্বিক বিষয়ে সাধ্যমত খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি। বর্তমান সরকারের কাছে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানান তিনি।