শুক্রবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাপাহারে জামাত নেতা হত্যা মামলার আসামী গ্রেফতার।।

সাপাহারে জামাত নেতা হত্যা মামলার আসামী গ্রেফতার।।

১২ Views

তছলিম উদ্দীন,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: ছিনতাই হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে সাপাহারে জামাত নেতা হত্যার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ । গত মঙ্গলবার রাতে ঝটিকা অভিযান পরিচালনা করে চাঁপাই নবাবগঞ্জের সোনা মসজিদ এলাকালা থেকে আসামীদের নিজ বাড়ী হতে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ বালিয়া দিঘী গ্রামের ভুল্লু ওরফে ভুলুর ছেলে রেজাউল ইসলাম রেজা (৪৮) ও তার স্ত্রী সায়মা খাতুন (৪৪)।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেব এর বর্ণনা মতে গত ৩০আগষ্ট সাপাহারে দলীয় প্রগ্রাম সেরে উপজেলার আশড়ন্দবাজার হতে সাপাহার উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার সেক্রেটারী আব্দুল্লাহিল কাফি ও তার সহযোগী রাত্রি ১০টার দিকে সাপাহার সদরে আসছিল। রাস্তায় একদল ছিনতাইকারী দূবৃত্তরা তাদের পথ রোধ করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং জামাত নেতার মাথায় আঘাত করে। রাতেই তাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎনাধীনাবস্থায় ৩১আগষ্ট সেখানে তার মৃত্যু হয়। পরে দলের পক্ষ থেকে সাপাহার থানায় একটি ছিনতাই ও খুনের মামলা দায়ের করলে নিহত জামাত নেতা আব্দুল্লাহিল কাফির ছিনতাই হওয়া ওই মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশের সাপাহার সার্কেল এম এম সবুজ রানা ও অফিসার ইনচার্জ পলাশ দেব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে বালিয়া দিঘী গ্রামের বাড়ী হতে হত্যা মামলার আসামী রেজাউলকে এবং নিহত জামাত নেতার ছিনতাইকৃত মোবাইল ফোনটি তার স্ত্রীর নিকট হতে উদ্ধার করায় আসামীর স্ত্রী সায়মা খাতুনকে গ্রেফতার করে।
বুধবার আসামীদের নওগাঁ কোর্টে প্রেরণের পর রিমান্ড চেয়ে আবেদন করবেন বলে অফিসার ইচার্জ পলাশ দেব জানিয়েছেন।

Share This