পটুয়াখালীতে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
২৯ Views
পটুয়াখালী প্রতিনিধি।। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চাষাবাদ করে উদপাদন বৃদ্ধির জন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালী সদর উপজেলা চত্বরে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠী, বরগুনা, মাদারীপুর ও শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২ টায় র্্যালী শেষে সদর উপজেলা চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি এর সভাপতিত্বে ও সদর উপজেলার কৃষি সম্প্রসার অফিসার মো. এখলাছুর রহমান সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠী, বরগুনা, মাদারীপুর ও শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ফিতা কেটে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর পটুয়াখালীর উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম। এ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার মোর্শেদা আক্তার মিম, কৃষক মাসুদ রানা।
পরে প্রধান অতিথি মেলায় নতুন নতুন প্রযুক্তির স্থাপিত ১৫ টি পরিদর্শন করেন এবং ১০০ জন কৃষক, কৃষানি ও শিক্ষার্থীকে বিনামূল্যে ৫ টি করে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা বিতরন করেন। এ মেলা চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে বলে জানান সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান।