রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদক অভিযানে গিয়ে পিতা-পুত্রের হামলায় মাদকদ্রব্যের এএসআই আহত 

মাদক অভিযানে গিয়ে পিতা-পুত্রের হামলায় মাদকদ্রব্যের এএসআই আহত 

৩২ Views
নাটোর প্রতিনিধি  : বড়াইগ্রামে মাদকদ্রব্য উদ্ধার করতে গিয়ে রুহুল আমিন (৩৭) নামের মাকদদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক আহত হয়েছেন।
বুধবার(২৮ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রুহুল আমিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুহুল আমিন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নাটোরের সহকারী উপ-পরিদর্শক এবং চাঁপাই নবাবগঞ্জ সদর উপজেলার চক-বহরামপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে।
অভিযুক্তরা হলেন- উপজেলার মানিকপুর গ্রামের আকবর আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫৫) ও তার ছেলে জুয়েল হোসেন (২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নাটোরের উপ-পরিদর্শক মতিয়ার রহমান বলেন, তিনি ও রুহুল আমিনসহ সাতজনের একটি টিম মাদক দ্রব্য উদ্ধারের মানিকপুর গ্রামে অভিযানে যান। অভিযান কালে মাদক বিক্রেতা জাহাঙ্গীর আলম ও তার ছেলে জুয়েল লোহার রড দিয়ে রুহুল আমিনকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। এতে তার মাথায় গুরুতর জখম হয়। বুঝতে পেরে আমরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফর রহমান বলেন, অভিযানে গিয়ে হামলার শিকার হওয়া এএসআই রুহুল আমিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা এবিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি।
বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শফিউল আযম খান বলেন, বিষয়টি শুনেছি। তবে এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।#
Share This