নাটোরে সরকারি নীতিমালা অনুযায়ী বরাদ্দকৃত সার ৫০% ও কমিমন না পাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
৬২ Views
নাটোর প্রতিনিধি ; নাটোরে গুরুদাসপুরে সরকারি নীতিমালা অনুযায়ী বরাদ্দকৃত সার ৫০% ও কমিশন না পাওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
আজ সোমবার বেলা ১২ টার নাটোরের গুরুদাসপুর উপজেলার চাচকৈড় বাজারে স্থানীয় রেষ্টুরেন্ট সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলার খুচরা সার ডিলার কমিটির সভাপতি শরিফুল ইসলাম, পৌর খুচরা সার ডিলার কমিটির সভাপতি সায়েম সরদার সাধারন সম্পাদক আতিকুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সার ডিলার রা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন বিভিন্ন বাজারে খুচরা সার বিক্রেতাগন বিগত দুই বছরের অধিক সময় ধরে বরাদ্দকৃত সকল প্রকার সার সরকারি নীতিমালা অনুযায়ী উত্তোরন করে আসছে। কিন্তু গত আগষ্ট মাস থেকে আমাদের কোন প্রকার সার দেওয়া হয়নি চিঠির মাধ্যমে উপজেলা কৃষি কর্মকর্তা ও ইউএনও কে জানানো হলেও কোন ব্যাবস্থা পাইনি, সেপ্টেম্বর মাসে সরকারি নীতিমালা ৫০% সার দেওয়ার কথা থাকলেও ১৬%থেকে ৭০% সার বস্তা ছেড়া দোলা ও ভেজা সার খুচরা ডিলারদের কে প্রদান করা হয় এবং অক্টোবর মাসেও আমাদের ১৬-১৭ % হারে সার অনুরুপ ভাবে প্রদান করবে এবং কমিশন দিবেনা বলে বিসিআইসি সকল ডিলারগন এ কথা জানান। আমরা কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয় করি কিন্তু এখন আমরা কি দামে সার বিক্রি করবো। কিন্তু আমরা এখন কি দামে কৃষকদের মাঝে সার বিক্রয় করবে। সামনে বরো মৌসুম শুরু হতে যাচ্ছে তাই সকল সারের চাহিদা রয়েছে। নীতিমালা অনুযায়ী বরাদ্দকৃত ৫০% সকল সার কমিশন না পেয়ে আমরা গুরুদাস পুর উপজেলা সকল খুচরা সার ব্যাবসায়ীগন ও উপজেলা সকল কৃষক গন আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছে। তারা দাবী জানান আগের মতো যেন সার পাওয়া যায়।