
গাইবান্ধার গরু ও মহিষের গাড়ি ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় গরু ও মহিষের গাড়ি ডাকাতির সাথে জড়িত ডাকাত সদস্যদের গ্রেফতার এবং ডাকাতির রহস্য উদ্ঘাটন করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
সোমবার দুপুরে থানার কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে থানার অফিসার বুলবুল ইসলাম উপস্থিত সাংবাদিকদে কাছে বিষয়টি নিশ্চিত করেন। গত ২৫ জানুয়ারী রাতে ঢাকা-রংপুর মহাসড়কে বৈঠাখালিতে অবস্থিত বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা কেন্দ্রের সামনে বেড়িকেট দিয়ে ডাকাতরা ট্রাক সহ ১০টি গরু ও মহিষ ডাকাতি করে নিয়ে যায়। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতার ও তাদের স্বীকারোক্তি মোতাবেক ডাকাতি হওয়া ট্রাকটি উদ্ধার করে। প্রেস কনফারেন্সে থানার এস.আই মানিক রানা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিতিতে ছিলেন। এছাড়াও রমজান মাস ও ঈদে মহাসড়কের যানজট নিরসন নিয়ে মত বিনিময় করেন তিনি