বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জন্মদিন উৎসবে অপচয় না করে অসহায়-অবহেলিতদের পাশে দাঁডানো উত্তম

জন্মদিন উৎসবে অপচয় না করে অসহায়-অবহেলিতদের পাশে দাঁডানো উত্তম

৫২ Views

সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি,ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও এশিয়ান টেলিভিশন পার্বতীপুর প্রতিনিধি লিমন হায়দার একমাত্র পুত্রের জন্মদিন অনুষ্ঠান না করে সমাজের পিছিয়ে পড়া অসহায়-অবহেলিত-দরিদ্র ও এতিমদের নিয়ে ২৬ ফেব্রুয়ারি (বুধবার)সকালে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করেছেন।

এমনি এক ভাবনা থেকে প্রতিবারের ন্যায় এবারও দুঃস্থ ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ,পবিত্র কুরআন খতম ও ফুলবাড়ী-পার্বতীপুরের ৭জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছেন।বই বিতরণে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সংগঠনিক সম্পাদক,সাবেক ভিপি ও ডাঃ মনসুর আলী এতিম হেফজ খানার পরিচালক সোহেল মারুফ স্বপন।

বিষয়টি নিয়ে লিমন হায়দারের সাথে কথা হলে তিনি বলেন,আমার একমাত্র পুত্রের জন্মদিন উপলক্ষে জন্মদিন উৎসব না করে এমন মহৎ উদ্যোগে সামিল হয়েছি।এভাবে আমরা সবাই যদি জন্মদিনের উৎসবে অপচয় না করে সমাজের পিছিয়ে পড়া অসহায়- অবহেলিতদের পাশে দাঁড়াই তাহলেই বদলে যাবে বাংলাদেশ।

উল্লেখ্য,সাংবাদিক লিমন হায়দারের পুত্র আবরার হায়দার জামি দশম বছর পূর্ণ করায় এই মহৎ উদ্যোগটি গ্রহণ করা হয়।লিমন হায়দার তিনি তার একমাত্র পুত্রের জন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন।

Share This