শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ধামইরহাটে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশায় লিফলেট বিতরণ

ধামইরহাটে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশায় লিফলেট বিতরণ

১২৬ Views

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশায় লিফলেট বিতরণ করছেন নওগাঁ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী আবু রাহাদ চৌধুরী। ধামইরহাট উপজেলা সদর ও বিভিন্ন হাট-বাজারে, গ্রামের মোড়ে পাড়ায় মহল্লায় ‘জনতার অধিকার-আমাদের অঙ্গীকার- দেশ হবে জনতার’ এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে গণঅধিকার পরিষদের নওগাঁ জেলা যুগ্ম আহ্বায়ক আবু রাহাদ চৌধুরী ভোটারদের নিকট সংগঠনের সালাম পৌছে দিয়ে জানান দেন তার প্রার্থীতা।
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার অন্তর্গত আড়ানগর ইউনিয়নের কৃতি সন্তান ২০১৮ সালের কোটা আন্দোলনের অগ্রসৈনিক ও সম্মুখ যোদ্ধা মোঃ রাহাদ চৌধুরীর উদ্যোগে ধামইরহাট-পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত ৪৭ নওগাঁ-২ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) এর মনোনয়ন প্রত্যাশায় এই লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে জনগণের ইতিবাচক সাড়া ও স্বচ্ছ রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করতে গণঅধিকার পরিষদের রাজনৈতিক পরিকল্পনা ও রাজনৈতিক সদিচ্ছার কথা উল্লেখ করেন।
০৫ আগস্টের ফ্যাসিবাদের বিলোপে বাংলার মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার ও গণতন্ত্রের অভ্যন্তরীণ দুর্বলতা কাটিয়ে মুক্তির সোপানে গণ অধিকার পরিষদের অগ্রগতির কথাও উল্লেখ করেন।
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি মোঃ শাহ কামাল রাজ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাকিল হোসেন, ছাত্র অধিকার পরিষদ ধামইরহাট উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব মোঃ সোহেল রানাপ্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share This