শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হাতিয়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আ.লীগ নেতা আটক

হাতিয়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আ.লীগ নেতা আটক

২০ Views

 জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ,নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ হাতিয়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ চারজনকে আটক করেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে হাতিয়ার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আটকরা হলেন ৫ নম্বর চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন আজাদ (৬৪), তমরুদ্দি ইউনিয়নের মহিন উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম প্রকাশ রাকছান (২৪), হাজী আব্দুল কাইয়ুমের ছেলে আবদুল মাজেদ পলাশ (৪৩) ও আব্দুল জাহের (৩৯)।
অভিযান স‚ত্রে জানা যায়, নোয়াখালীর হাতিয়া উপজেলায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ৫ নম্বর চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদকে ওছখালী পুরাতন বাজারের ২ নম্বর ওয়ার্ড হতে আটক করে। পরবর্তীতে সিরাজুল ইসলাম, আবদুল মাজেদ পলাশ এবং আব্দুল জাহেরকে হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে খাসেরহাট এলাকা হতে আটক করে।হাতিয় থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে কোস্টগার্ড, নৌ পুলিশ ও পুলিশের যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Share This

COMMENTS