শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঘায় ব্যারিস্টার শামসুজ্জোহা জনগনের আশা আকাক্সক্ষা পুরণে বিকল্প নেই

বাঘায় ব্যারিস্টার শামসুজ্জোহা জনগনের আশা আকাক্সক্ষা পুরণে বিকল্প নেই

২১৬ Views

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র বিতরণ করেছে মানবাধিকার বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য বিএনপি ও রাজশাহীর -৬ (চারঘাট-বাঘা) আসনের মনোনয়ন প্রতাশী ব্যারিস্টার হোসাইন শহীদ শামসুজ্জোহা (৫ ফেব্রæয়ারী) বুধবার বিকালে বাঘা পৌর এলার নারায়নপুর ও বাঘা বাজারে ঘুরে ঘুরে ৩১ দফা প্রচারপত্র বিতরণ করেন।
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে ব্যারিস্টার হোসাইন শহীদ শামসুজ্জোহা বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না।
তিনি আরও বলেন, স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
এ সময় বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, এছাড়াও বাঘা উপজেলা ও বাঘা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তিনি বিকাল থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত নারায়নপুর বাজার ও বাঘা বাজার সকল শ্রেণী পেশার মানুষের হাতে ৩১ দফা লিফলেট বিতরণ করেন।

Share This