শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ, আহত ৪

ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ, আহত ৪

৮৮ Views

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : সারাদেশে আওয়ামীলীগ লিফলেট বিতরণ করার প্রতিবাদে ফুলবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে ককটেল বিস্ফোরনে আহত ৪।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিমতলা মোড় থেকে বিএনপির বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ফুলবাড়ী শহর প্রদক্ষিণ করে ব্রীজের মুখে আসা মাত্র আওয়ামীলীগ সন্ত্রাসী নিষিদ্ধি ঘোষিত ছাত্রলীগ, যবুলীগ, স্বেচ্ছাসেবকলীগ সন্ত্রাসীবাহিনীরা উৎ পেতে থেকে মিছিলে পরপর ৪টি ককটেল নিক্ষেপ করে। ২টি বিস্ফোরণ হলেও বাকি ২টি অক্ষত অবস্থায় পড়ে থাকে। বিস্ফোরণের ঘটনায় আহতরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনাজপুর জেলা শাখার সংগ্রামী যুগ্নু সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম দিনাজপুর জেলা বিএনপির অন্যতম সদস্য ও ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ ইসলাম, পৌর যুবদলের সদস্য নূরনবী বকুল গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় নেতাকর্মীরা দ্রæত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম খন্দকার মহিব্বুল ইসলাম ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ২টি ককটেল উদ্ধার করে নিয়ে যান এবং ঘটনাস্থান পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আর কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ফুলবাড়ীতে থমথমে অবস্থা বিরাজ করছে।

Share This