মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নাটোরে বিতর্কিত কমিটি দেওয়ার প্রতিবাদে বিএনপির একাংশের বিক্ষোভ মিছিল 

নাটোরে বিতর্কিত কমিটি দেওয়ার প্রতিবাদে বিএনপির একাংশের বিক্ষোভ মিছিল 

Views
নাটোর প্রতিনিধি  : নাটোরে বিএনপি’র বিতর্কিত আহ্বায়ক কমিটি দেয়ার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা।
দুপুরে শহরের আলাইপুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে প্রেসক্লাব এলাকায় এসে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সাবেক সদস্য দেওয়ান শাহীন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় তারা অভিযোগ করেন, গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে যাদের অনেককে কেউ চিনতোই না এমন বিতর্কিত ব্যক্তিদেরও এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এছাড়া দলের প্রতি কোন ত্যাগ না থাকলেও অনেককে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ ত্যাগী অনেক নেতাকর্মী এখানে স্থান পায়নি। এই কমিটি দলকে সু-সংঘটিত করা তো দূরে থাক বরং দলে বিভেদ সৃষ্টি করবে। ত্যাগী ও তৃণমূলের নেতাকর্মীরা এই কমিটিকে প্রত্যাখ্যান করেছে। অবিলম্বে তারা এই কমিটি বাতিল করে পুনরায় ত্যাগীদের সম্পৃক্ত করে কমিটি ঘোষণার আহ্বান জানান।
এর আগে গতকাল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে করা হয়।
Share This

COMMENTS