সোমবার- ৩রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
জ্বালানি তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে সড়ক অবরোধ করে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ

জ্বালানি তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে সড়ক অবরোধ করে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:   ১০.০৮.২০২২  জ্বালানি তেল, ডিজেল, অকটেন, পেট্রোল ও কৃষি সারসহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১০ আগস্ট (বুধবার) দুপুর ১২টায় কুড়িগ্রাম শাপলা চত্ত্বরের বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টি।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন-কুড়িগ্রাম-২ আসনের এমপি ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব পনির উদ্দিন আহমেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা জাতীয় পার্টির নেতা আতাউর রহমান, হলোখানা ইউপির চেয়ারম্যান রেজাউল করিম রেজা, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ফজলুল ইসলাম বাবু, ফুলবাড়ী জাতীয় পার্টির সদস্য সচিব আজিজার রহমান মাস্টার, রাজারহাট উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আমজাদ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমপি পনির উদ্দিন আগমেদের রাজনৈতিক সহকারী নূর আলম সিদ্দিক। সমাবেশে প্রধান অতিথি এমপি পনির উদ্দিন আহমেদ বলেন-দেশের মানুষ আজ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে তাদের করুণ অবস্থা। খেয়ে পড়ে বেঁচে থাকাটাই এখন দুস্কর। অবিলম্বে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্য সহনীয় পর্যায় নিয়ে আসার জন্য  প্রধানমন্ত্রীর নিকট দাবি জানাচ্ছি।
৩৬ বার ভিউ হয়েছে
0Shares