বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ জন নিহত

গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ জন নিহত

Views

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দূর্ঘটনায় ট্রাকের চাপায় এক নারীসহ ২জন নিহত হয়েছে। জানা গেছে, রোববার দুপুর আনুমানিক আড়াইটার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় নামক স্থানে রাস্তা পারাপারের সময় দিনাজপুরগামী একটি দ্রæতগামী অজ্ঞাতনামা ট্রাকের চাপায় লুকাস মুরমু (৩৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়। নিহত লুকাস উপজেলার সাপমারা ইউনিয়নের চামগাড়ী গ্রামের হোপনা মুরমু’র ছেলে। এ ছাড়াও একই দিন সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের বনফুল হোটেলের পাশ্বে রাস্তা পারাপারের সময় দ্রæতগামী অজ্ঞাতনামা একটি ট্রাক চাপায় অজ্ঞাতনামা (৪৮) এক নারী ঘটনাস্থলেই নিহত হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার মধ্যে সড়ক পারাপরের সময় এ দূর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে।

Share This

COMMENTS