মঙ্গলবার, ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডোমারে  প্রমীলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ডোমারে  প্রমীলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

১১ Views
 রবিউল হক , ডোমার ( নীলফামারী) প্রতিনিধিঃ  নীলফামারীর ডোমার উপজেলার ০৭নং বোড়াগাড়ী ইউনিয়নে ‘মরহুমা আয়েশা ইসলাম পলি স্মৃতি “প্রমীলা” মেয়েদের ফুটবল টুর্নামেন্ট ২০২৪/২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী ম্যাচে দিনাজপুরকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে জয় পেয়েছে রংপুর সদ্যপুস্করিণী স্পোর্টিং ক্লাব।
রবিবার (২২শে ডিসেম্বর) বিকেলে উপজেলার ০৭নং বোড়াগাড়ী ইউনিয়নের আজিজার মিয়ারহাট সংলগ্ন মাঠে এই টূর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
আজিজার মিয়ার হাট দোকান মালিক সমিতি ও স্থানীয় যুব সমাজের আয়োজনে প্রমীলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ।
০৭নং বোড়াগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি বায়েজিদ হোসেন জুয়েলের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম, বোড়াগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, উপজেলা তাঁতী দলের সভাপতি সৈয়দ নুরনবী হোসেন নয়ন প্রমুখ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং আয়োজক কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে যে দুটি দল একে অপরের প্রতিদ্বন্দ্বীতা করেন তারা হলেন রংপুরের সদ্য পুষ্করণী স্পোর্টিং ক্লাব ও দিনাজপুরের নওসিন প্রমীলা ফুটবল একাডেমি। উক্ত খেলায় রংপুরের সোহাগী ও শিলার ২-০ গোলের ব্যবধানে দিনাজপুরকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় রংপুরের সদ্য পুস্করণী স্পোর্টিং ক্লাব।
খেলা পরিচালনায় রেফারির দ্বায়িত্ব নিয়োজিত ছিলেন, প্রধান রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করেন- স্মৃতি রাণী, এবং সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন- ইসরাত জাহান লিজা ও আফরোজা খন্দকার।
Share This

COMMENTS