ধামইরহাটে ধান কাটতে এসে নিখোঁজ আবু হাসেমের সন্ধান চায় পরিবার
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ইরি-বোরো মৌসুমে ধান কাটতে এসে নিখোত হয়েছে এক ধান কাটা শ্রমিক। সম্প্রতি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রুপবাটি গ্রাম থেকে মো. চাঁদ আলী ও তার ছেলে আবু হাসেম সহ বেশ কয়েকজন ধান কাটা শ্রমিক ধামইরহাট উপজেলায় ধান কাটতে আসে এবং তারা বস্তাবর এলাকায় অবস্থান করে। সেখানে দলের লোকজনের সাথে ১০ দিন ধান কাটার কাজও করেছেন নিখোজ হওয়া যুবক আবু হাসেম। কাজ করাকালে গত ২৪ নভেম্বর বেলা ১১ টার দিকে বাথরুমে যাবার কথা বলে সে আর দলে ফিরে আসে নাই। ইতিপূর্বেও একাধিক কাজ করতে গিয়ে হারিয়ে যান নিখোজ যুবক আবু হাসেম, তার মানসিক কিছু সমস্যাও রয়েছে বলে তার বাবা জানান। ছেলের সন্ধান চেয়ে ধামইরহাট থানায় জি.ডি করেছেন তার বাবা চাঁদ আলী, জি.ডি নম্বর- ১০৯৯, তারিখ- ২৩/১২/২০২৪।
উল্লেখ্য বরেন্দ্র অঞ্চল ও কৃষি তথ্যভান্ডার হিসেবে পরিচিত নওগাঁ জেলা। জেলার এই বিভিন্ন উপজেলায় ইরি ও আমন মৌসুমে সিলেট, সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধাসহ বিভিন্ন জেলা থেকে এই অঞ্চলে ধান কাটার জন্য প্রতিবছরই এসব শ্রমিকরা এসে থাকেন।