বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গোবিন্দগঞ্জে ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গোবিন্দগঞ্জে ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত

Views

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারি কলেজসহ উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের উদ্যোগে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার সকল দলীয় নেতা-কর্মী ও নাগরিকদের মুক্তির দাবি এবং আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম নির্যাতনে হত্যাকান্ড ও নিপীড়নের ঘটনার বিচারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে গোবিন্দগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গনে বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়। সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বিপুল পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আল আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার, যুগ্ন আহ্বায়ক গোবিন্দ কুমার, পৌর ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, গাইবান্ধা জেলা ছাত্রদলের সদস্য কলেজ ছাত্রদল নেতা নূর আলম প্রধান, কলেজ ছাত্রদলের যুগ্ম আহŸায়ক আবু হানিফা আহাদ, পৌর ছাত্রদলর যুগ্ন আহ্বায়ক জীবন, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক তুহিন সরকার আহাদ প্রমূখ। বক্তারা, বিগত ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকারের সময়ে গুম হওয়া ছাত্রদলের সকল নেতা-কর্মীর মুক্তি ও সব ধরনের নিপীড়ন- নির্যাতনসহ হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িতদের যথাযথ বিচার ও শাস্তির দাবী জানান। এ ছাড়াও একই দিন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আলীয়া কামিল মাদ্রাসা, কামদিয়া নুরল হক ডিগ্রী কলেজ এবং শামিম এন্ড শাকিল কারিগরি কলেজ ক্যাম্পাসেও ছাত্রদলের উদ্যোগে পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

Share This

COMMENTS