ধামইরহাটে মোবাইল কোর্টে ৯ মোটরসাইকেল চালকের জরিমানা
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে মোবাইল কোর্ট পরিচালনায় ৯জন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলার পিড়লডাঙ্গা নয়াপুকুর মোড়ে মোবাইলকোর্ট অভিযান চালিয়ে তাদের নগদ অর্থ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। অভিযুক্তরা হলো- মাহাবুব রশিদ, আব্দুল খালেক, মেহেদী হাসান, মো. শাহীন, রায়হান শাহ,সাজেদুল ইসলাম, ওমর ফারুক, বাপ্পি খান, এসএম রোকন। অবৈধ ভাবে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিষ্টেশন বিহীন মোটরসাইকেল রাস্তায় চালানোর সময় তাদের সড়ক পরিবহণ আইনের ২০১৮ ধারা অনুযায়ী প্রত্যেককে সতর্কতামূলক ভাবে প্রাথমিক ১হাজার টাকা করে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ধামইরহাট থানার এস আই মো. হাবিবুর রহমানসহ পুলিশের একটি চৌকশ দল মোবাইল কোর্ট পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন।