বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডোমারের মেধাবী ছাত্র ইমনকে বাঁচাতে সাহায্যের আবেদন

ডোমারের মেধাবী ছাত্র ইমনকে বাঁচাতে সাহায্যের আবেদন

Views

রবিউল হক , ডোমার ( নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নের বড়রাউতা গ্রামের মাদ্রাসা পাড়ার শামসুদ্দোহা নান্নুর দ্বিতীয় সন্তান আরিফ শাহারিয়ার ইমন জটিল রোগে আক্রান্ত হয়েছেন। তার চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকার প্রয়োজন, তার দরিদ্র পিতার পক্ষে এতো টাকা যোগান দেয়া সম্ভব নয়, তাই তিনি সমাজের ধনবান ও বিত্তশালী ব্যক্তিদের কাছে তার মেধাবী ছাত্র ইমনকে বাচাঁতে সাহায্যের আবেদন জানিয়েছেন।

আরিফ শাহারিয়ার ইমন ২০১৯ সালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিঞ্জান বিভাগ থেকে জিপিএ -৫ পেয়ে পাশ করে। এরপর সে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইন্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছেন। তার এই জটিল রোগের বিষয়ে চিকিৎসকরা জানিয়েছেন, ইমনের হার্টের অ্যাওর্টিক ভালব সম্পুর্ন অকেজো হয়ে গেছে এবং যত দ্রুত সম্ভব তার অপারেশনের জন্য পরিবারের লোকজনকে পরামর্শ দিয়েছেন।

চিকিৎসকরা আরও জানান, ইমনের অপারেশনের জন্য প্রায় ৫ লক্ষ টাকা প্রয়োজন। ইমনের দরিদ্র পিতা অতিক্ষুদ্র একজন ব্যবসায়ী।তার দরিদ্র পিতার পক্ষে এই অর্থের ভার বহন করা সম্ভব নয়। তাই তিনি তার মেধাবী সন্তান আরিফ শাহারিয়ার ইমনকে বাঁচাতে সমাজের ধনবান ও বিত্তশালী ব্যক্তিদের কাছে সাহায্য প্রার্থনা করেছেন।
ইমনকে আর্থিক সহায়তা করতে চাইলে যোগাযোগের ঠিকানা : নগদ মোবাইল নম্বর : ০১৭১৮৬২৬২৮৬।সোনালি ব্যাংক, ডোমার শাখা, সঞ্চয়ী হিসাব নং ০১০২০৬১১।

Share This

COMMENTS