বিরল সরকারি কলেজ স্মরণে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥ বিরল সরকারি কলেজ শিক্ষার্থীবৃন্দের আয়োজনে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং জুলাই গণঅভ্যূত্থানের ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিরল সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছবুর। অন্যান্যদের মধ্যে বিরল সরকারি কলেজ এর সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জেষ্ঠ্য প্রভাষক জর্জিসুর আলম, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মারুফুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মেহেরুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সাইদুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আনোয়ার হোসেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ছাত্র প্রতিনিধি হারুন অর রশিদ, মেহেদী হাসান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জিসান, রিফাত, রাহেনুর ইসলাম, বিরল প্রেস ক্লাবের আহ্বায়ক আতিউর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী মোঃ রাশেদুল ইসলাম।
বৈষম্যবিরোধী আন্দোলনে অত্র কলেজ মাঠে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং জুলাই গণঅভূত্থানের ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিক্ষার্থীবৃন্দ।